স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৯। ৭ নভেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-০৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএপি-আব্দুল্লাহ্-আল-নোমান এর নেতৃত্বে পৌরসভা ৩নং ওয়ার্ডের রেল কলোনীর শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন সাইন বোর্ডের সাথে লাগানো জনৈক নূরুল ইসলাম এর উত্তর পাশের্^র রুমে অভিযান চালায়। এ সময় মহলুল সুনাম গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মোঃ মাসুদুর রহমান (৩৫) ও দক্ষিণ বড়চর গ্রামের আব্দুল মালেকের পুত্র মোঃ উজ্জল হোসেন (৩৪) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।