স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে অন্য রাণী দাশ (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল শুক্রবার বিকেলে সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তার দেহ দেখতে পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সে ওই গ্রামের সুকেশ চন্দ্র দাসের কন্যা।
জানা যায়, গতকাল অন্য রাণী দাসের ভাইয়ের জন্মদিনের এক মাস হয়েছিল। সে উপলক্ষে বাড়িতে অনুষ্ঠান ছিলো। সকলেই অনুষ্ঠানে ব্যস্ত থাকায় হয়তোবা পানিতে পড়ে যায়।