প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আবিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যনির্বাহী পরিষদ।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সংগঠনের পক্ষ থেকে আজ রবিবার বাদ মাগরিব মরহুমের রূহের মাগফেরাত কামনা করে সওদাগর জামে মসজিদে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মিলাদ মাহফিলে সকলকে অংশগ্রহণ করার জন্য চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
অপর এক বার্তায় সৈয়দ আবিদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচং সদর দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।