আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় গাঁজা ব্যবসায়ী রাজা মিয়াকে ৯ মাসের ও জগদীশ চন্দ্র সূত্রধরকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১শ টাকা করে অর্থদন্ড দন্ডিত করা হয়। রাজা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের ও জগদীশ সূত্রধর লাখাই উপজেলার বামৈ পশ্চিম গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ নজীব আলী গোপন সংবাদে ভিত্তিতে তাদের বামৈ বাজার হাসপাতাল রোড এলাকা থেকে আটক করেন। পরে তাদের দেহতল্লাশি করে ওই গাঁজা উদ্ধার করে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং তথ্য প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে ৯ মাসে ও অপর জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন। উদ্ধার করা গাঁজা উপজেলা পরিষদের মাঠে পুড়িয়ে বিনষ্ট করা হয়।