স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ৩রা নভেম্বর জেল হত্যার সঙ্গে ’৭৫-এর ১৫ আগস্টের যোগসূত্র রয়েছে। খন্দকার মোশতাকদের ষড়যন্ত্রে সেদিন ৪ জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছিল জেলখানায়। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যার পর জেলখানায় ৪ নেতাকে হত্যা করলে দেশ নেতৃত্ব শূন্য হয়ে যাবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে তাদের সেই স্বপ্ন পুরণ হয় নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেই সব ঘাতকদেরকে বিচারের আওতায় আনা হয়। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে মনোনয়ন দিয়েছেন, তাদের জন্য সকল নেতাকর্মীকে কাজ করতে হবে। যদি কেউ বিদ্রোহী প্রার্থী হন ন, ডা. অসিত রঞ্জন দাশ, অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান, জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, ডা. দেবপদ রায়, কোষাধ্যক্ষ মিজানুর রহমান শামীম, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট নূরুল ইসলাম তালুকদার, অ্যাডভোকেট আতাউর রহমান, অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার, আবুল কালাম আজাদ, সদস্য মুকুল আচার্য্য, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী, স্বপন লাল বণিক, জিতু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট নারদ গোপ, অ্যাডভোকেট সুবীর রায়, অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, অ্যাডভোকেট দেবাংশু দাশগুপ্ত, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সায়েদুজ্জামান জাহির, হুমায়ুন কবীর রেজা, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।