স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হিরাজ মিয়া (৪০) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সেই সাথে পরোয়ানাভুক্ত আরেক আসামিকেও গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে সদর থানার এসআই সজিব মিয়া ও আব্দুর রহিমসহ একদল পুলিশ সদর উপজেলার ধল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, ওই গ্রামের জজ মিয়ার পুত্র হিরাজ মিয়া ও পরোয়ানাভুক্ত আসামি সফিক মিয়া। পুলিশ জানায়, হিরাজ মিয়ার বিরুদ্ধে ১১টি ডাকাতি মামলা ও একটি গাড়ি চুরির মামলা রয়েছে। এ ছাড়াও অপর আসামি সফিক মিয়ার বিরুদ্ধে এক মামলায় পরোয়ানা রয়েছে। গতকাল বুধবার বিকেলে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।