স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক বিজিবি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে থানার এসআই আব্দুল মোতালিব খবর পেয়ে রাণীগাঁও ইউনিয়নের পাঁচারগাও স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জানা যায়, ২ বছর আগে একই উপজেলার ঢেওয়াতলি গ্রামের কালা মিয়ার কন্যা সামছুন্নাহার লাকি (২২) কে পাঁচারগাও গ্রামের বিজিবি সদস্য আফজল হোসেন শাহীন বিয়ে করে। বিয়ের পরেই সামছুন্নাহার তার স্বামীর বাড়িতেই বসবাস করছে। স্বামী খাগড়াছড়িতে কর্মরত ছিল। সম্প্রতি সে বাড়িতে আসে। গতকাল বুধবার দুপুরে সে বাজার করার জন্য চুনারুঘাট যায়। এরপর যে কোনো এক সময় লাকির ঝুলন্ত লাশ স্বামীর ঘরের তীরের সাথে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তাছাড়া লাকির মৃত্যুতে স্বামীর বাড়িতে মাতম চলছে।