আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার থেকে দুই হাজার ৩৫৮ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি গত রোববার সন্ধ্যায় তেলিয়াপাড়া বিওপির সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তেলিয়াপাড়া বাজারে চা পাতা ব্যবসায়ী আব্দুল আউয়ালের গোডাউনে অভিযান চালিয়ে এসব ভারতীয় চা পাতা উদ্ধার করে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক এসএনএম সামিউন্নবী চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।