স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত সৈয়দ আলী (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে সদর থানার এসআই আব্দুর রহিম অভিযান চালিয়ে তার গ্রামের বাড়ি নোয়গাঁও থেকে গ্রেফতার করেন। সে ওই গ্রামের সুদন মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদক মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। এ ছাড়াও সে চুরির মামলারও আসামি। গতকাল সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।