নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস ২০২১ পালন করা হয়েছে। ১লা নভেম্বর এ উপলক্ষ্যে আলোচনা সভা ও যুব ঋন প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশের সভাপতিত্বে এবং পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশ। সভায় উপকারভােগীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, নুরুল আমিন। পরে ৮ জন যুবক যুবতীদের মধ্যে ৪ লক্ষ ৩০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরন করা হয়।