নবীগঞ্জ প্রতিনিধি ॥ নির্বাচন কমিশনের ঘোষিত তৃতীয় ধাপে তফসিল অনুযায়ী ২৮ শে নভেম্বর অনুষ্ঠিত হবে নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার পদে মরহুম আব্দুল হকের পুত্র সাবেক মেম্বার মোঃ দেলোয়ার হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন রিটার্ন অফিসারের কার্যালয়ে। দেলোয়ার হোসেন সোমবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অফিসে উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ আলীর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন। ইউপি সদস্য প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমাকে যদি জনগণ আবার সুযোগ দেন তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত ওয়ার্ডের সকল রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। বাল্যবিবাহ ও মাদক নির্মূল করব সর্বোপরি ১নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো, ইনশাআল্লাহ। মনোনয়ন ফরম দাখিলের সময় উপস্থিত ছিলেন, মোঃ সোরুজ মিয়া, মোঃ শেখ মুজিবুর রহমান লখুজ, মোঃ কনর মিয়া, মোঃ ইসমাঈল মিয়া, মোঃ আব্দুল মিয়া, মোঃ নুরুল হক মিয়া, মোঃ লেবু আহমেদ জেবু, কিরণ দাশ, সুখলাল দাশ নান্টু, বজেন্দ্র সরকার, নিমাই সরকার, ধনঞ্জয় দেব নাথ, মোঃ শাহীদ মিয়া, লন্ডন প্রবাসী জিলু মিয়া, মোঃ আবু তালিব, মোঃ আতাবুর মিয়া, শফিকুল মিয়া, ছালিক মিয়া, জলাল মিয়া, তসকির মিয়া, নেক্কার মিয়া, কাপ্তান মিয়া, গোলাপ মিয়া, রিন্টু মিয়া, বাতির মিয়া, নূর আলী, আওয়াল মিয়া, মিছাউর হক, কওসর মিয়া, জিতু মিয়া, জাহির মিয়া, বশর মিয়া, হোসেন মিয়া, শরীফ মিয়া, আজিজ মিয়া, কাছুম আলী, আসাদুর মিয়া, লেবু মিয়া, শফিক মিয়া, সোহান মিয়া, মামুন মিয়া, টিটু মিয়া, হাফিজ মিয়া, গউস আলী, হিলাল উদ্দিন, আবু সুফিয়ান, স্বপন দাশ, আব্দুর রহিম, আব্দুর করিম, তজমুল মিয়া, মেহেরোল মিয়া, শশাঙ্ক দাশ, মিজবা উদ্দিন, কামিরুল মিয়া, জুবেদ আলী, সারজান মিয়া, সুজন মিয়া, সাফি মিয়া, আকিক মিয়া, লিমন মিয়া, বাহার আলী, বোরহান উদ্দিন, আবুল কাশেম, মোক্তার মিয়া, মহিবুর রহমান, সাইফুর রহমান, আছর আলী, আল আমিন, সেলিম মিয়া, দিলাওর মিয়া, রুহুল আমিন, আলাল মিয়া, হীরা মিয়া, সওকত মিয়া প্রমুখ।