স্টাফ রিপোর্টার ॥ আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে লাখাই উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদের হেলিপ্যাড মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় দশ হাজার মানুষের সমাগম ঘটেছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনার বাইরে গিয়ে যারা দলের বিদ্রোহী প্রার্থী হন তাঁরা আওয়ামী লীগের নেতা হতে পারেন না। এরা দলের জন্য ক্ষতিকর। এদের কাছ থেকে দলের ভাল আসা করা যায় না। এ সময় তিনি আগামী নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেনÑ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, কৃষক লীগের সভাপতি সোহেল লস্কর, যুব লীগের যুগ্ম আহবায়ক কায়সার আহমেদ, ছাত্রলীগের আহবায়ক খাইরুদ্দীন প্রমুখ। দুপুর থেকেই সকল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা সকলেই যারা যার মিছিলসহ বর্ধিত সভায় অংশ নেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এতে প্রায় দশ হাজার মানুষের সমাগম ঘটে।