স্টাফ রিপোর্টার ॥ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করায় জেলা রিপোর্টার্স ইউনিটিকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাতে সদর থানার বিদায়ী এসআই রাশেদ জামান জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি দৈনিক অবজারবারের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের হাতে ক্রেষ্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি দৈনিক মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এমএ হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম এ আজিজ সেলিম, সহ দপ্তর সম্পাদক এনামুল হক সায়েম প্রমুখ। পুলিশদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদর থানার ওসি তদন্ত নুরুল ইসলাম, এসআই ইকবাল বাহার, ইব্রাহীম, মিন্টু দেব, ইকবাল হোসেন।