স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মধুপুর চা বাগানে মদপানের টাকা না দেয়ায় চাচাকে কুপিয়ে রক্তাক্ত করেছে ভাতিজা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে।
আহত সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার মধুপুর চা বাগানের মন্তোরা মুন্ডার নিকট তার ভাতিজা মহুলাল মুন্ডার পুত্র হমিন মুন্ডা (২০) তার কাছে মদপানের টাকা চায়। এসময় নিষেধ করলে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হমিন মুন্ডা ধারালো অস্ত্র দিয়ে মন্তোরা মুন্ডার উপর হামলা চালায়। এতে সে আহত হয়। গুরুতর অবস্থায় তাকে বাহুবল, পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।