স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যকরি পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম মিয়া মোঃ ইলিয়াছ এর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পৌর মাকের্টস্থ অফিসে গতকাল বাদ মাগরিব এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ সামছু মিয়া, সহ-সভাপতি জগদীশ মোদক, হাবিবুর রহমান খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান বাবুল, মোঃ মনসুর আলী, মোঃ আজগর আলী, সাংগঠনিক সম্পাদক উৎপল কুমার রায়, সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, কোষাধ্যক্ষ হাজী শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সমাজ কল্যাণ সম্পাদক রতন রায়, সদস্য নাসির উদ্দিন, বদরুল আলম চৌধুরী, অমিয় রায়, মঈন উদ্দিন খান, আব্দুল মন্নান তাজুল মিয়া, স্বপন লাল বণিক হাবিবুর রহমান মুরাদ, অফিস সহকারী মরম আলী প্রমুখ। মিলাদ মাহফিল শেষে মরহুম মিয়া মোঃ ইলিয়াছ এর রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ডাকঘর মসজিদের ইমাম মাওলানা মোঃ ফয়েজ আহমদ। এ সময় শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।