স্টাফ েিরপার্টার ॥ হবিগঞ্জ শহরে যানজট সমস্যা প্রকট আকার ধারণ করেছে। যানজটের কারণে শহরবাসীসহ যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যেও ক্ষতির সম্মুখীন হচ্ছে। যানজট প্রতিরোধে কার্যত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন উদ্যোগই নিচ্ছেনা। হবিগঞ্জ শহরে প্রবেশ করতে হলে উত্তর দিকে খোয়াই মুখ আর দক্ষিণ দিকে শায়েস্তানগর। এর মধ্যে শহরের উত্তর দিকে খোয়াই মুখ এলাকায়ই যানজট সমস্যা চরমে। আর এ যানজাটের প্রধান কারণ হচ্ছে ট্রাক। বিভিন্ন মালবাহী ট্রাক শহরের প্রধান সড়কে প্রবেশ করে যানজট সৃষ্টি করে থাকে। এছাড়া টমটমগুলো যত্রতত্র পার্কিং করে যাত্রী উঠানামার কারণেও অনেক সময় যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে চৌধুরী বাজারের ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে-ওই এলাকায় কাচামাল ও বিভিন্ন ফল নিয়ে বড় বড় ট্রাক প্রবেশ করে থাকে। এসব ট্রাক প্রবেশ করলে অর্ধেকেরও বেশী সড়ক বন্ধ হয়ে যায়। ফলে যানজট সৃষ্টি হয়। অনেক সময় মূল সড়কে বড় বড় ট্রাক দাড় করিয়ে ব্যবসায়ীদের মালামাল উঠানোর ফলেও এ সমস্যা সৃষ্টি হয়ে থাকে। দিনের বেলায় এসব ট্রাক নিষিদ্ধ থাকার পরও তা মানা হচ্ছেনা। অপরদিকে টমটমগুলো যত্রতত্র পার্কিং করে যাত্রী উঠানামার কারণে যানজট সৃষ্টি হয়ে থাকে। যানজট নিরসন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেমন কোন উদ্যোগ নিচ্ছেনা বলে শহরবাসী জানান।