বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

পরিবেশগত সংকট বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা ॥ হবিগঞ্জে পরিবেশগত বিপর্যয়ের জন্য মানবিক বিপর্যয় ঘটবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে “পরিবেশগত সংকট বিষয়ক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার এই সভার আয়োজন করে। বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচারাল এন্ড মিনারেল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. রোমেল আহমেদ, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বাপা জাতীয় কমিটির সদস্য ড. জহিরুল হক শাকিল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক জনপ্রতিনিধি মোহাম্মদ আলী মোমিন প্রমূখ। শুরুতে বিষয়ের উপর ধারণা বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। সভায় পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মুজিবুর রহমান প্রশ্ন রাখেন, উন্নয়ন কার জন্য যে উন্নয়ন মানুষ ও মানবতা ধ্বংস করে সেটি কি উন্নয়ন পারে। তিনি বলেন, হবিগঞ্জে যে পরিবেশ বিপর্যয় ঘটছে তা অনুধাবন করার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সাধারণ মানুষ বুঝতে পারে এখানে পরিবেশগত সুশাসন নেই। শস্যের মধ্যে ভূত থাকলে তা তাড়ানো যায় না। সরকার ও তার প্রতিষ্ঠানসমূহ কার্যকর ভূমিকা না রাখলে পরিবেশ-প্রতিবেশ টিকে থাকেনা। বাপা জাতীয় কমিটির সদস্য অধ্যাপক ড. জহিরুল হক শাকিল বলেন, হবিগঞ্জ একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু উন্নয়ন তথা শিল্প উন্নয়নের নামে হবিগঞ্জে যা হচ্ছে তা সেই সম্ভাবনা বিনাশ করছে। এভাবে চলতে থাকলে অচিরেই হবিগঞ্জে পরিবেশগত বিপর্যয় এর ফলাফলস্বরূপ মানবিক বিপর্যয় ঘটবে। সিলেট বিভাগের প্রবেশদ্বার, খনিজ সম্পদে ভরপুর প্রকৃতির আধার জেলাটি গুটি কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের অপরিকল্পিত কর্মকান্ডের মাধ্যমে ধ্বংস হয়ে যাচ্ছে। যে উন্নয়ন মানুষের ভবিষ্যৎ চিন্তা করে না; যে উন্নয়ন পরিবেশ ও প্রতিবেশগত নিরাপত্তার নিশ্চয়তা দেয়না, তা উন্নয়ন নয়; বরং অবোন্নয়ন। বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ রোমেল আহমেদ বলেন, হবিগঞ্জের পরিবেশগত সংকট দেখে আমি ব্যতীত হয়েছি। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে পরিবেশগত সংকট কাটবে না। পাশাপাশি সামাজিক আন্দোলনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগে যারা বসে আছেন তারা পরিবেশ নিয়ে সচেতন হলে এই সংকট তৈরি হতো না। ১৯৭০ সাল থেকে স্যাটেলাইট ইমেজ নিয়ে বুঝা যাবে কতটুকু পরিবেশ বিপর্যয় ঘটছে। আমরা সেই ইমেজ বাপা ও খোয়াই ওয়াটারকিপারকে সরবরাহ করবো। পানি দূষণ, বায়ূ দূষণসহ অন্যান্য দূষণ এর মাত্রা নিয়ে আমরা বাপার সাথে কাজ করব। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জের পাশে থাকবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ বলেন, খোয়াই নদী, পুরাতন খোয়াইসহ জেলার জলাশয়গুলো মারাত্মক সংকটাপন্ন অবস্থায় পতিত হয়েছে। দিনের পর দিন পুরাতন খোয়াই নদী দখল হচ্ছে। পুকুরের শহর হবিগঞ্জে অনেক পুকুর হারিয়ে গেছে দখল, ভরাটের কারণে। জেলায় গড়ে ওঠা অপরিকল্পিত শিল্পায়নের ফলে কৃষিজমি, নদী, খালবিল, জলাশয়গুলো মারাত্মক দূষণের কবলে রয়েছে। মানুষ সংকটাপন্ন পরিবেশের মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছে। ধারণা বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, নদী দখল, নদী দূষণ হবিগঞ্জের প্রধান পরিবেশ সংকট। পরিকল্পিত শহরের জন্য মাস্টার প্ল্যান দরকার। এত বছরেও শহরে সুষ্টু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে উঠেনি। শিল্পবর্জ্য নদী ও খালে ফেলায় হবিগঞ্জের পানি দূষন হচ্ছে। পরিবেশ, প্রতিবেশ ও জৈব-বৈচিত্র সংকটাপূর্ণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com