স্টাফ রিপোর্টার ॥ ছোট ভাই সাজুর মৃত্যুর ৯ দিন পর কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক, হবিগঞ্জ জেলা যুবদল সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলার আদর্শ রিচি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিয়া মোঃ ইলিয়াছ ইন্তেকাল করেছেন। হৃদ রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার বিকেল প্রায় ৪ টার দিকে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, বাবা, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে শহরে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ বরেন। গতকাল বুধবার ছিল যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দলের প্রতিষ্টা বার্ষিকী পালনের জন্য তিনি মঙ্গলবার রাতে তিনি হবিগঞ্জ আসেন। গতকাল সকালে শহরের সিনেমা হল রোডস্থ দলীয় কার্যালয়ের সামন থেকে মিয়া মোঃ ইলিয়াছের র্যালী বের করা হয়। পরে তিনি বাসায় চলে যান। বাসায় গিয়েই তিনি দুপুরের খাবার কাওয়ার সময় বুকে ব্যাথা অনুভব করেন। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ-ঢাকা, হবিগঞ্জ-চট্টগ্রাম রোডে চলাচলকারী দিগন্ত বাসের স্বত্বাধিকারী মিয়া মোঃ ইলিয়াছের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরের সর্বত্র শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য শহরের ডাকঘর এলাকাস্থ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সকল পর্যায়ের লোকজন ছুটে আসেন। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদ গায়ে ১ম জানাজা ও বাদ জোহর তার নিজ বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে ২য় নামাজে জানাজা শেষে দাফন করার হবে।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিয়া মোঃ ইলিয়াছের ছোট ভাই মো. সাজিদুর রহমান সাজু।এর আগে তার আরো দু’ভাই ইন্তেকাল করেছেন।