স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বিশাল শো-ডাউন করেছে জেলা যুবদল। গতকাল বুধবার সকাল সাড়ে ১২টায় শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয় থেকে এই র্যালী বের করা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ র্যালীতে বাঁধা দিলে দলের কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ।
সমাবেশে আলহাজ্ব জি কে গউছ বলেছেন, অবাধ সুষ্ঠ নির্বাচনের পূর্ব শর্তই হচ্ছে নিরদলীয় নিরপেক্ষ সরকার। কোন দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠ নির্বাচনের বিন্দুমাত্র সম্ভাবনা নেই। আওয়ামীলীগ ইতিমধ্যেই তা প্রমাণ করেছে। আওয়ামীলীগের অধীনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার প্রত্যেকটিতে ভোট ডাকাতি হয়েছে। ডিজিটাল কারচুপির মাধ্যমে আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাই ইউপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মানুষের ভোটাধিকার নিশ্চিত না করে বিএনপি আর কোন নির্বাচনে অংশ গ্রহন করবে না। জি কে গউছ বলেন- সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সরকার ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামীলীগ তাদের ক্ষমতা দির্ঘায়িত করতে চায়। আওয়ামীলীগের এই অপচেষ্টার বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাড়াতে হবে। তাদের সকল অপকর্ম জনগণের নিকট তুলে ধরতে হবে। যুবদলের প্রত্যেক নেতাকর্মীকে নির্যাতিত মানুষের পাশে দাড়াতে হবে। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে, আওয়ামীলীগের পতন হবেই, যেমন পতন হয়েছিল নমরূদ-ফেরাউনের। জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতুর পরিচালনায় এবং সহ সভাপতি মহসিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন, তাজূল ইসলাম চৌধুরী ফরিদ, যুবদল নেতা মোশাহিদ আলম মুরাদ, কামরুল হাসান রিপন, জয়নাল আবেদীন, নাসির উদ্দিন বাবু, আবুল কাশেম জুয়েল, এডভোকেট গোলজার খাঁন, দুলাল মিয়া, আরব আলী, নজরুল ইসলাম কাওছার, জমির আলী, নাসির উদ্দিন মাহিন, আব্দূল কাইয়ুম, জালাল উদ্দিন সজলু, টিপু আহমেদ, মিজানুর রহমান সুমন, হোসাইন আহমেদ রানা, এডভোকেট জসিম উদ্দিন, আনোয়ার হোসেন বাদল, শাহিন আলম, ইদু মিয়া, সাইদুর রহমান শামীম, সাদিকুর রহমান লিটন, আক্তার হোসেন, নরোত্তম দাস, তুষার রায়, আমিরুল ইসলাম আকঞ্জি, আব্দুল হান্নান নানু, লুৎফুর রহমান জালাল, মাহবুবুর রহমান মালু, কবির খান চৌধুরী, জাহিদ হাসান কবির, জয়নাল আবেদিন জয়নাল, শেখ সোহেল, ওয়াহিদুজ্জামান মুরাদ, মোশাহিদ আলম, অনু মিয়া, মাসুম মিয়া, আমিনুল ইসলাম, আল আমিন, জহিরুল ইসলাম সোহেল, জুয়েল রানা, এমডি দুলাল, জিএম নুরুল হক, মোঃ নুরুদ্দিন, জামাল মিয়া, সাইফুল ইসলাম সাইফ, শামীম আহমেদ নাসির প্রমুখ।