স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার মরহুম আব্দুল মাছায়েব তাহির (৮৩) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় পশ্চিম জয়পুর উত্তর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ শেষে সেনাবাহিনীর একটি চৌকুস দল গার্ড অব অনার প্রদান করে। এর পর বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও একদল পুলিশ মরহুম আব্দুল মাছায়েব তাহিরকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন। দাফনের পর সেনাবাহিনীর চৌকুস দলটি কবরস্থানে পুষ্পস্তবক অর্পন করে ৮ বার তোপধ্বনি শেষে গান স্যালুট করে। উল্লেখ্য, বাহুবল উপজেলার জয়পুর গ্রামের মুন্সিবাড়ির আব্দুল মাছায়েব তাহির দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জঠিল রোগে ভোগছিলেন। ৩ বছর পূর্ব থেকে ঢাকা, সিলেট সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা তাহির মিয়া সহধর্মীনি সালেহা চৌধুরী, বড় ভাই আব্দুল হক কাছন, ছেলে মোশাররফ হোসেন দুলাল, শাখাওয়াত হোসেন বেলাল, সরোয়ার হোসেন হেলাল ও নাতি-নাতনীসহ অসংখ্যা গুনগ্রাহী এবং আত্মীয় স্বজন রেখে গেছেন।