আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বামৈ তিনপুল থেকে লাখাই বাজার পর্যন্ত সাব-মার্জেবল রাস্তাটি সরেজমিন পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ বিভাগের সচিব মো. নজরুল ইসলাম। গতকাল বুধবার দুপুরের দিকে হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি এর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম। পরিদর্শন সড়কটি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বাসস্থ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাভোকেট মো. মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।