স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার আব্দুল মাছায়েব তাহির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন।
আজ সকাল ১১ টায় পশ্চিম জয়পুর উত্তর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্টিত হবে। জানাযার পর সেনাবাহিনীর পক্ষ থেকে গানস্যালুট ও সরকারীভাবে রাষ্ট্রীয় মর্যাদায় প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানা যায়, বাহুবল উপজেলার জয়পুর গ্রামের মুন্সিবাড়ির আব্দুল মাছায়েব তাহির দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জঠিল রোগে ভোগছিলেন। ৩ বছর পূর্ব থেকে ঢাকা, সিলেট সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা তাহির মিয়া সহধর্মীনি সালেহা চৌধুরী, বড় ভাই আব্দুল হক কাছন, ছেলে মোশাররফ হোসেন দুলাল, শাখাওয়াত হোসেন বেলাল, সরোয়ার হোসেন হেলাল ও নাতি-নাতনীসহ অসংখ্যা গুনগ্রাহী এবং আত্মীয় স্বজন রেখে গেছেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা তাহির মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ইউনিট কমান্ডার আব্দুর রহিম জুয়েল, হবিগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান, বাহুবল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন চৌধুরী, হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিকুর রহমান প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।