নবীগঞ্জ প্রতিনিধি ॥ রমজানকে সামনে রেখে শহরকে যানযট মুক্ত রাখতে গতকাল সকালে ভ্রামমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রামমান আদালত শহরের শেরপুর রোড়ের ডিভাইটারের উপর অবৈধ ভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্টান ফুতপাতের শতাধিক দোকান উচ্ছেদ ও ট্রাফিক আইন না মেনে চলা ফিটনেস বিহীন ২টি ইমা গাড়ি, ৫টি সিএনজি, ৩টি টমটমসহ বেশ কয়েকটি গাড়িকে জরিমানা করে। এসময় বিশ্বকর্মা ফার্ণিচারের দোকানের গাছ রাস্তার পাশ থেকে উচ্ছেদ করেন ভ্রামমান আদালত। ভ্রামমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) মাহমুদুল আলম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অব্দুল গফুর চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর সমভার ইঞ্জিনিয়ার সুজিত বড়ূয়া, নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর নজরুল ইসলাম প্রমুখ।