স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর কাছে সিলেট-ঢাকা রেলপথ ডাবল লাইন স্থাপন করার দাবী জানিয়েছেন হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। তিনি গতকাল রবিবার ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নিত করণ প্রকল্পের কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশ গ্রহণ করে প্রধানমন্ত্রীর কাছে সরাসরি এ দাবী জানান। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ভিত্তি স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে হবিগঞ্জ জেলা থেকে একমাত্র সংসদ সদস্য হিসেবে গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী অংশ গ্রহণ করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী সিলেট-ঢাকা মহাসড়ক প্রথমে ৪ লেন ছিল। আমি মহান সংসদে সিএনজি ও ছোট গাড়ির জন্য আরো দুটি লেন করার জন্য দাবী উত্তাপন করে ছিলাম। আমার বক্তব্য আমলে নিয়ে আপনি ৬ লেন করে দিচ্ছেন এ জন্য আপনাকে ধন্যবাদ। সিলেটবাসীর আরও একটি প্রাণের দাবী সিলেট ঢাকা রেলপথ ডাবল লাইন করে দিলে সিলেটবাসী আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।