চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মীর জুবায়ে আলমের পিতা ঈদন আলী মীরের জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের ধলাঝাই গ্রামে জনাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন- চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাংবাদিক মহিদ আহমেদ চৌধুরী, চুনারুঘাট সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, তালুকদার কম্পিউটারের পরিচালক হাফিজ তালুকদার সহ স্থানীয় ব্যক্তিবর্গ। উল্লেখ্য, আলহাজ্ব মকসুদ আলী ওরফে (ঈদন) আলী মীর গাজীপুর ইউনিয়নের ধলাঝাই নিজ মীর বাড়িতে গতকাল শুক্রবার সন্ধা ৭টা ৪০ মিনিটে বার্ধ্যকজনিত কারনে মারা যান।
ইন্নালিল্লাহি….রাজীউন। মৃত্যুকালের তার বয়স ছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ ছেলে, ৬ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্যগুনগাহী রেখেগেছেন।