প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার সকাল ১১টায় নবীন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানিয়ে কলেজ ক্যাম্পাসে মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে অফিস ভবনের সামনে পথ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রর যুগ্ম আহ্বায়ক কাউছার আলম, কলেজ ছাত্রদলনেতা রাজিব ভট্্রাচার্য্য, শয়ন আহমেদ, আল আমিন, শেখ সাফিউর রহমান, মাহবুব আহমেদ, নবীনদের পক্ষে একাদশ শ্রেণির শাকিল আহমেদ, সৈয়দ শিহাব আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসির আহমেদ, ইকবাল, লুৎফুর রহমান, দিপু আহমেদ, রিংকু দাশ, কাউছার আহমেদ, সানি চক্রবর্তী, মামুন, মুন্না, পিকু, রাহাত, রুবেল প্রমূখ। সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে আসার জন্য নবীনদের প্রতি আহ্বান জানান।