নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিনগর গ্রামে গতকাল বিকেলে দু’দলের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার উল্লেখিত গ্রামের মঞ্জিল মিয়ার পুত্রর সাথে একই গ্রামের মিফতাউর রহমানের ভাতিজারঝগড়া বাধে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতের মধ্যে হাজি তালেব উল্লা (৬০), মিফতাউর রহমান (২৬), জমির উদ্দিন (৫০) ও জিতু মিয়া (৩৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে।