আবুল হোসেন সবুজ, মাধবপু থেকে ॥ মাধবপুরে দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে “সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মাধবপুর আওয়ামী লীগ আয়োজিত উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করে ঢাকা সিলেট মহাসড়ক সহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রবেশ পথে এক সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান, সাংঠনিক সম্পাদক শেখ মোজাহিদ বিন ইসলাম, বেনু মাধব রায়, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ সেলিম, আওয়ামীলীগ আন্দিউড়া ইউনিয়ন সেক্রেটারী মিজানুর রহমান, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিষ চন্দ্র দেব, পুজা উদযাপন পরিষদের সেক্রেটারী লিটন রায়, ব্যবসায়ী জগদীশ চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রোকেয়া বেগম, কৃষক লীগ আহবায়ক জামাল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি আনু মোহাম্মদ সুমন, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলমগীর হোসেন টিপু প্রমুখ।