নবীগঞ্জ প্রতিনিধি ॥ তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনকে সামনে রেখে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আলহাজ্ব শেখ ছাদিকুর রহমান শিশু নির্ঘুম প্রচার প্রচারণা শুরু করেছেন। তিনি প্রতিদিন ইউনিয়নের প্রতিটি গ্রাম-গঞ্জের বাজারে কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় সভা করছেন। গ্রামের প্রত্যক্ত অঞ্চলের ভোটারদের ধারে ধারে প্রার্থীতার জানান দিচ্ছেন। সব মিলিয়ে হাটবাজার থেকে শুরু করে পাড়া মহল্লার দোকানপাট সর্বত্রই নির্বাচনী হাওয়া বইছে। উক্ত ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এলাকায় বেশ জনপ্রিয় তিনি। তৃনমুল পর্যায়ের ভোটার সাথে রয়েছে অত্যান্ত ঘনিষ্ঠ সম্পর্ক। গতকাল সরজমিনে ইউনিয়নের বিভিন্ন অঞ্চলঘুরে দেখা যায় দলমত নির্বিশেষে লোকমুখে জনদরদি চেয়ারম্যান প্রার্থী হিসেবে শেখ ছাদিকুর রহমান শিশুর নামই আলোচনার শীর্ষে রয়েছে। এ ব্যাপারে আলহাজ্ব শেখ ছাদিকুর রহমান শিশু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অতীতে আমি ঐ ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম সর্বপুরি মানুষের কল্যানে কাজ করেছি, চলমান বৈশ্বিক মহামারি করোনা ক্রাইসিস শুরু হওয়ার পর ইউনিয়নের প্রত্যেক গ্রামের দুঃস্থ, অসহায় মানুষের পাশে ছিলাম বর্তমানে ও মানুষের সুখে দুঃখে পাশে আছি। জীবনের শেষ সময়টুকু ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই ইনশাআল্লাহ। তিনি ইউনিয়নের সর্বস্থরের দেশ-বিদেশের অবস্থানরত, জনসাধারণের দোয়া/আর্শিবাদ, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।