প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্পের অধীন লতিবপুর-হোসেনপুর গ্রাম উন্নয়ন সমিতির নির্বাচন গতকাল বৃহস্পতিবার ঝাকজমকপূর্ণভাবে অনুষ্টিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় দেবপাড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে একটানা ভোট গ্রহন চলে। নির্বাচনে ৬০ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে মোঃ আনোয়ার মিয়া আনারস প্রতীকে ৩৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী রোমান খান চেয়ার প্রতীকে পেয়েছেন ১৭ ভোট। ১টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক। পোলিং অফিসার ছিলেন একটি বাড়ি একটি খামার নবীগঞ্জের ফিল্ড সুপাভাইজার নবরতœ দাশ, ফিল্ড অর্গানাইজার মোঃ মোস্তাক আহমদ চৌধুরী, ফরহাদ আহমদ। এ ছাড়া অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী দিবাংশু রঞ্জন রায়, ইউপি মেম্বার হারুন মিয়া প্রমূখ। উল্লেখ্য, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১৩টি ইউনিয়নের মাঝে শুধু মাত্র লতিবপুর-হোসেনপুর গ্রাম সমিতি এবারই প্রথম নির্বাচনের মাধ্যমে সমিতির নেতা নির্বাচিত করলেন।