মখলিছ মিয়া/সেলিম মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা টাইম বোমা আতংক। থানায় জিডি এন্টি দায়ের। গতকাল সকাল ১১ টার দিকে বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল মন্নানকে অজ্ঞাতা নামা ব্যক্তি ফোন করে জানায় মাদ্রাসায় একটি টাইম বোমা পুতে রাখা হয়েছে। যে কোন সময় বিস্ফোরিত হতে পারে। এসময় তারা পরিচয় জানতে চাই সে জানায় থানা থেকে বলছি।
ঘটনাটি জানার পর পরই মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের মধ্যে আতংক দেখা দেয়। সাথে সাথে বিষয়টি বানিয়াচং থানা পুলিশকে অবহিত করা হলে থানার সেকেন্ড অফিসার এসআই মধুসূধন রায়, জহির উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা অত্র মাদ্রাসার প্রতিটি রুম ও আশপাশ তল্লাশী করে টাইম বোমার কোন অস্তিত্ব পান নি। এদিকে গতকাল বিকালে এ বিষয়ের আলোকে মাদ্রাসার শিক্ষা সচিব গোলাম কাদির অজ্ঞাতা নামা ব্যক্তির মোবাইল নাম্বার ০১৭৮১-৪৭৮১৫৫ উল্লেখ করে থানায় একটি জিডি এন্টি (জিডি নং -৪৪৯,তাং-১২-৯-১৩) করেছেন। পুলিশ এ জিডির আলোকে তদন্তে নেমেছে।