শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ থেকে সিলেটে বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করেছেন এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। গতকাল বিকাল ৪ টার সময় উপজেলা যুবলীগের আহব্বায়ক বাবলু রায়ের সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীবের পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান।
এ সময় বক্তার বলেন, আজমিরীগঞ্জ উপজেলা ছিল যোগাযোগ বিচ্ছিন্ন হাওর এলাকা। যেখানে রাস্তার কোন অস্তিত্বই ছিলনা, তাদের যোগাযোগ ব্যবস্থা ছিল হেমন্ত পাও আর বর্ষায় নাও, এই ছিল সম্বল। প্রায় ২শ কোটি টাকা ব্যয়ে শরীফ উদ্দিন সড়ক ও শিবপাশা সড়ক নির্মাণ করে সেই অনুন্নত এলাকাকে উন্নয়নের রোড মডেল করে তুলেছেন এমপি আব্দুল মজিদ খান।
আজ তাদের যোগাযোগের জন্য আজমিরীগঞ্জ টু সিলেট আধুনিক বিআরটিএ বাস সার্ভিস চালু শুভ উদ্বোধনের করেছেন এমপি আব্দুল মজিদ খান। উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূরুল ইসলাম সাবেক চেয়ারম্যান তকছির মিয়া, প্রেসক্লাবের সভাপতি শেখ আমির হামজা, মন্টু মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।