বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪৬৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্টপুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
গতকাল সোমবার (১৮ অক্টোবর) দিন ব্যাপি নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এর মধ্যে ছিল শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মির সঞ্চালণায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসে, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ এনামুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সাইফুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাস সরকার, নির্বাচন কর্মকর্তা মোঃ আরমান ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, খাদ্য কর্মকর্তা মোঃ খবীর উদ্দিন,সমবায় কর্মকর্তা হোসেন আহমেদ,আইডিয়েল কলেজের অধ্য স্বপন কুমার দাশ, বানিয়াচং উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিপুল ভূষণ রায় প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, শেখ রাসেল ছিলেন বহুমুখি প্রতিভার অধিকারি। জাতির পিতা বঙ্গবন্ধুর ন্যায় তিনিও ছিলেন মানবিক গুণে সমৃদ্ধ একজন শিশু। বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ৫৭ বছর। কিন্তু তৎকালীন বিপদগামী সৈনিকরা বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শিশু শেখ রাসেলকেও শহীদ করে ফেলে। এ হত্যাকান্ড ছিল ইতিহাসে অত্যন্ত লোমহর্ষক। তরুণ প্রজন্মের শিশুদের উচিৎ শেখ রাসেলকে অনুসরণ করা। আলোচনা সভার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com