চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উদ্যোগে র্যালী, মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আছর র্যালী ও মিছিল শেষে চুনারুঘাট মধ্যবাজারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব কামাল উদ্দিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার হুমায়ূন আহমেদ, মাওলানা মনছুর আহমেদ, আব্দুস সহিদ ভূইয়া, হাফেজ মাহদী হাসান মাহী প্রমুখ। সভায় বক্তারা রমজান মাসে হোটেল রে¯’রা বন্ধসহ অনৈসলামিক কাজকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানান।