স্টাফ রিপোর্টার ॥ দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তাফা রফিকের ওপর দুর্বৃত্তদের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জনকন্ঠের জেলা সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন, সেক্রেটারী ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেসের লাখাই প্রতিনিধি মোঃ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ লাখাই প্রতিনিধি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক আয়নার লাখাই প্রতিনিধি দৈনিক সমাচার সংবাদদাতা আব্দুল মতিন, দৈনিক লোকালয় বার্তা সংবাদদাতা লুৎফুর রহমান ও সহ-সভাপতি দৈনিক স্বদেশ বার্তার লাখাই প্রতিনিধি উত্তম কুমার দেব সহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্য বৃন্দ। বিবৃতিতে তারা বলেন, এ ধরনের হামলা সংবাদপত্রে নিয়োজিত কর্মীদের সাহসী ক্ষুরধার লেখনীকে চরম ভাবে শুধু বাধাগ্রস্থ করবে না বরং সমাজ প্রগতির অগ্রযাত্রাকেও ব্যাহত করবে। ফলে সমাজ বিরোধী এসব দুর্বৃত্তদের শক্তভাবে রুখতে সাংবাদিকদের একতাবদ্ধ হবার পাশাপাশি প্রশাসনকেও যথাযথ দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। এ জন্য অতিবিলম্বে এসব দৃবৃত্তদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আর কোন বিকল্প পথ নেই। বিবৃতিদাতাগণ দ্রুত হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।