স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের ৫দিন ব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে মন্ডপগুলোতে চলে সিঁদুর খেলা আর আনন্দ-উৎসব। হিন্দু সধবা নারীরা প্রতিমায় সিঁদুর পরিয়ে দেন, নিজেরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। চলে মিষ্টিমুখ, ছবি তোলা আর ঢাকের তালে তালে নাচ-গান। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটি মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা বের হয়। বিভিন্ন পূজামন্ডপ থেকে এক এক করে প্রতিমা নিয়ে বের হন বক্তবৃন্দ। পরে শোভাযাত্রায় যোগ দেয়। শড়খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী-বন্দনার গানের মধ্য দিয়ে হাজারো মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। সারা শহর প্রদক্ষিণ শেষে খোয়াই নদীর তীরে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে সেখোনে দেয়া হয় প্রতিমা বিসর্জন। নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে বিপুলসংখ্যক নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রতিমা বিসর্জন দেখতে খোয়াই তীরে হাজারো মানুষ হাজির হন। এদিকে এবার হবিগঞ্জ শহরের মতো সন্ধ্যার মধ্যেই প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে ।
জেলায় এবার ৬৮৬টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সর্বজনীন ৬৬৮ ও ব্যক্তিগত ম-পের সংখ্যা ১৮টি। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে সব আয়োজন। যে কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী এবারের উৎসবে ছিলোনা ডিজে মিউজিক, অতিরিক্ত আলোকসজ্জা, মেলা ও দশমীর মঙ্গল শোভাযাত্রা।