স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর মাছুলিয়া এলাকায় খোয়াই নদী থেকে হাত-পা বাধা বস্তাবন্দি এক ব্যক্তির বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন ওই বস্তাবন্দি লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশটি দেখে সনাক্ত করার কোন উপায় নেই। তবে লাশের বিভিন্ন স্থানে এখনও রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। কয়েকদিন আগে হত্যা করে লাশ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে পুলিশ ধারণা করছে।