স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় শিগগির শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। শুক্রবার উপজেলার মশাদিয়ায় ফুটবল প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি একথা জানান। এ সময় এমপি আবু জাহির বলেন, ক্রীড়াচর্চা তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখে। এজন্য বর্তমান সরকার দেশব্যাপি খেলাধূলার প্রসারে কাজ করছে। তরুণ সমাজকে খেলাধূলায় আরও বেশি সম্পৃক্ত করতে সকলকে আন্তরিকভাকে কাজ করার আবান জানান তিনি। এর আগে তিনি লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা অবনি মোহন দাশ ও ননী কান্ত দাশকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন। ভবানীপুর বড়বাড়ি পূজা কমিটির উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়েছে। একই দিন সকালে মাদনা বাজার জামে মসজিদের উদ্বোধন করেন তিনি। পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল আমীন, ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, আব্দুল মতিন মাস্টার, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, বামৈ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ প্রমুখ। অমূল্য রায়, বীর মুক্তিযোদ্ধা অবনি মোহন দাশ, ননী কান্ত দাশ, মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ এলাকার মুরুব্বীয়ান।