আব্দুল হালীম ॥ হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৩২২ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। দুপুর ১২টায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের প্রশিক্ষণ মাঠে ৮৪ লাখ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ উপলক্ষ্যে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের উদ্যোগে আলোচনা সভায় বিজিবির ৫৫ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল কাজী আরমান হোসেন, ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল চৌধুরী সাইফ উদ্দিন কাউছার, ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরদার রেজাউল হক প্রমুখ।
বিজিবি জানায়, ১৪, ৫২ ও ৫৫ ব্যাটালিয়নের অধীন ৩২২ কিলোমিটার সীমান্ত এলাকায় এ বছরে ৮৪ লাখ টাকার ধ্বংশকৃত মাদকের মধ্যে রয়েছে ভারতীয় মদ ৪ হাজার ৯৩২ বোতল, ফেন্সিডিল ৫৭৬ বোতল, গাঁজা ১৯৯ কেজিসহ ৮৪ লাখ ৩৪ হাজার ৫২৫টাকার মাদকদ্রব্য। তারা আরও জানায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা, সাতছড়ি, ধর্মঘর, তেলিয়াপাড়া, চুনারুঘাট উপজেলার বাল্লাসহ অন্যান্য সীমান্তেই বেশী মাদকদ্রব্য আটক করা হয়।