আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ফেনসিডিলসহ রতন মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার বাড়ি সন্তোষপুর গ্রামে। বৃহস্পতিবার ভোররাতে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ নিজ বাড়িে থেকে তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বাড়িতে ফেনসিডিল রয়েছে এমন সংবাদ পেয়ে থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রতনকে আটক করে। সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে টুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে ৪টি মামলা সহ একটি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।