স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে লাইসেন্স বিহীন মোটরসাইকেলের বেপরোয়া চলাচলে জনমনে আতংক বিরাজ করেছে। দিন-দুপুরে বৈধ-অবৈধ মোটরসাইকেল নিয়ে এক দল বখাটেরা শহরে বেপরোয়াভাবে চলাচল করে শহরের বিভিন্ন এলাকায়। এসব চালকদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই এবং মোটরসাইকেলেরও কাগজপত্র নেই। হেলমেট ছাড়া এমন কি বাইক রাইডার নামে অনেক বখাটে যুবক একত্রে হয়েই জুড়ে দেয় বাইক রাইডার নামে এক মরণব্যধি গেইম এবং এইসব বাইক দিয়ে বাইক রাইডার নামে সংগঠন পরিচালনা করে একদল যুবক। এছাড়া প্রায় সময়ই স্কুল কলেজের কম বয়সী শিক্ষার্থীরাও মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং মোটরসাইকেলে এক্সট্রা সাইলেঞ্চার লাগানো থাকে যার ফলে শব্দ দুষণ ঘটছে। সরেজমিনে দেখা যায়, শহরের বেবীস্ট্যান্ড এলাকার সামনে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে রিকশার অপেক্ষায় এক ভদ্র লোক দাড়িয়ে আছেন। হঠাৎ একটি মোটর সাইকেল খুব কাছাকাছি এসে আচমকাই উচ্চ আওয়াজে হর্ন বাজালে আতকে ওঠে সাথে থাকা শিশু। অবস্থাটি এমন যে আর একটুর জন্য তীব্র গতিতে চলা মোটর সাইকেল তাদের গায়ে লাগিয়ে দিত। তৎকনাত বিরক্ত ভদ্র লোকটি বলে উঠেন, এভাবে কেউ মোটর সাইকেল চালায়? কোথাও দাড়ানো বা হাটাও যাচ্ছেনা মোটর সাইকেলের জন্য। এই দৃশ্য শুধু শহরের বেবীস্ট্যান্ড এলাকাতেই নয় সারা হবিগঞ্জ শহর জুরেই বিরাজমান। এই বেপরোয়া মোটরসাইকেলের জন্য রাস্তায় চলাফেরা করতে গিয়ে অনেক সময় পথচারী আর মোটর সাইকেল চালকদের বাকবিতন্ডা লক্ষ করা যায়। নামে বেনামে মোটর সাইকেল কিনে উঠতি বয়সের ছেলেরা বেপরোয়া হয়ে উঠেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে চালাচ্ছে বাইক, যার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। দিনদিন এর গতি বৃদ্ধি পাচ্ছে। এদের নিয়ন্ত্রনে করারও কেউ নেই ! মোটরবাইক চালকরা বেপরোয়া ভাবে চলাফেরা করছে হবিগঞ্জ শহরে। নেই বাইক চালানোর কোন নিয়মনীতি। অনেক বাইকের নেই কোন বৈধ কাগজ। মোটর সাইকেল বিক্রি হচ্ছে অহরহ। ট্রাফিক পুলিশ কিছু অবৈধ বাইক ওয়ালাকে ধরলেও আড়ালে রয়ে যায় বেশির ভাগ অবৈধ মোটর সাইকেল। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই অবৈধ মোটর সাইকেলের সংখ্যা। এভাবে প্রতিনিয়ত অবৈধ মোটরসাইকেল বাড়তে থাকলে এবং নীয়ম নীতির তোয়ক্কা না করে চালালে দূর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। আর মোটর বাইক চালকদের বেপরোভাবে ড্রাইভিং এর কারণে প্রায়ই দেখা যায় এক্সিডেন্ট হয়ে অনেক তরুন মারা যায়।