রাহিম আহমেদ ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে রাখা চেয়ারগুলোর একটিও ফাঁকা নেই। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় এই ভিড় দেখা গেছে। শিশুদের কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন অভিভাবক। বেলা বাড়তে থাকলে বাড়ে রোগীর সংখ্যাও। টিকিট কাউন্টারে ১১টার মধ্যে অনেকগুলা টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেল। বিক্রেতা জানালেন, এত সংখ্যক রোগী সাধারণত দেখা যায় না। দায়িত্বরত একজন সিনিয়র নার্স বলেন, প্রায় ৭০ শতাংশ শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। হঠৎ আবহাওয়ার পরিবর্তনের কারনেই অতিসংখ্যক ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এখন শীতের পড়তির এই সময়ে রোগী আরও বেড়ে গেছে বলে জানান তিনি। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে রোগীর সংখ্যা বেশি। হাসপাতালের পাশের এক ঔষুধ বিক্রেতা বলেন , যে পরিমাণ ঔষুধ বিক্রি করেছি এর মধ্যে চার ভাগের তিন ভাগই সর্দি-কাশির ওষুধ। হবিগঞ্জ শহরের আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অসুস্থ শিশুকে নিয়ে এসেছেন অনেক উদ্বিগ্ন অভিভাবক। বাহুবলের রুজিনা আক্তার জানান ৬ মাসের তাসনিয়াক হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তন হওয়া থেকে মেয়ে দুদদিন যাবত কাশিতে ভুগছে। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে কোনো ফল না পাওয়ায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসেছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর প্রাধান্যই দেখা গেল হবিগঞ্জ সদর হাসপাতালে, হাসপাতালের শিশু বিভাগ ও জরুরি বিভাগে। শিশু বিভাগ থেকেই বহির্বিভাগের রোগী দেখা হয় বলে জানান। সরেজমিনে দেখা যায় যত সংখ্যক শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে, তার বেশির ভাগই ঠান্ডা জনিত রোগে। ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীর সংখ্যায় বেশী, প্রত্যেকেই ঠান্ডাজনিত জ্বর সর্দি কাশি তে আক্রান্ত। হাসপাতালের শিশু বিভাগের ওয়ার্ডে প্রতিটি শয্যায় দুই থেকে তিনজনও আছে। এর মধ্যে ৭০ ভাগ শিশু ঠান্ডাজনিত নিউমোনিয়া ডায়রিয়া তে আক্রান্ত বলে জানা যায়। হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় প্রায়, ১০০ য়ের উপরে শিশু ভর্তি। গত কয়েক দিনে এমন রোগী দেখেননি বলে জানালেন একজন বিশেষজ্ঞ ডাঃ। তিনি আরো বলেন যে পরিমাণ রোগী এসেছে, এর মধ্যে প্রায় অর্ধেক শিশু। এখন যেসব শিশু অসুখে পড়ছে এর মধ্যে ব্রংকাইটিসে (জ্বরহীন শ্বাসকষ্ট ও কাশি) ভোগার পরিমাণই বেশি বলে জানালেন কর্তব্যরত একজন সিনিয়র নার্স বলেন যে রোগী তিনি সাম্প্রতিক সময়ে পাচ্ছেন, এর মধ্যে ঠান্ডাজনিত এই রোগটি ছাড়াও আরও তিনটি রোগের প্রকোপ বেশি বলে জানান তিনি। এগুলোর মধ্যে আছে অতিরিক্ত গরম থেকে তৈরি হওয়া সাধারণ সর্দি-কাশি, নিউমোনিয়া আর একটু বেশি বয়সী শিশুদের হাঁপানি। এর পাশাপাশি কিছু ডায়রিয়া এবং জলবসন্তের রোগীও তিনি পেয়েছেন বলে জানান। এই আবহাওয়া পরিবর্তনের পাশাপাশি ধুলাবালি এবং অন্যান্য দূষণে শিশুদের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে বলে মনে করেন তিনি।