নবীগঞ্জ প্রতিনিধি ॥ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ শ্রীশ্রী গোবিন্দ জিউড় আখড়ায় এই সভা অনুষ্টিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সভাপতি ও কাউন্সিলর বাবুল চন্দ্র দাশের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক কর্ণমনি দাশের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মৃণাল কান্তি রায় মিনু, সাংগঠনিক সম্পাদক ডিড রাইটার বিভূ আচার্য্য, অরবিন্দু বণিক, লিটন দেবনাথ, সায়র দাশ, মতি লাল আচার্য্য, সাধন দাশ, বারীন্দ্র ধর, সমর দাশ, সমিরণ চক্রবর্তী, বিষ্ণু আচার্য্য, বিজয় দেব, পিযুশ কুড়ি, নিশিকান্ত সূত্রধর, দীপক পাল, জয়ন্ত কুমার দেব, সুবল চন্দ্র দেব, গৌতম পুরকায়স্থ, রতন মহালদার, নিতেশ দাশ, অমৃত দাশ, যাদব চন্দ্র দে, কণক চক্রবর্তী, নিরঞ্জন সরকার, অপুু আচার্য্য, বিধান পাল প্রমুখ। সভায় নবীগঞ্জ পৌরসভায় ১০টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সরকারি অনুদানের ডিও প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তাগণ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব। এতে সরকারের নির্দেশনা ও স্বাস্থবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।