প্রেস বিজ্ঞপ্তি ॥ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে জেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবু পিন্টু আচার্য্যরে উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টাউন হল রোমে এ বস্ত্রবিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সনাতন ধর্মাবলম্বীদের আস্থার প্রতীক এডভোকেট আবু জাহির এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু নলিনী কান্ত রায় নিরু। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন হবিগঞ্জ সদর থানা কমিটির সাধারণ সম্পাদক বাবু শংকর শুভ্র রায়। পরিচালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক বিপুল রায়। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার অমিয় চক্রবর্তী, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ মাসুক, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ ও ফেরদৌস আহমেদ, প্রচার সম্পাদক শেখ আব্দুল হাকিম, উপদপ্তর সম্পাদক ধ্রুবজ্যোতি দাশ টিটু, সবুজ প্রমুখ। সভায় প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় বাবু পিন্টু আচার্য্য, প্রতি বছর পূজা উপলক্ষে নিজ উদ্যোগে একজন দরিদ্র ও অসহায় যুবতীর বিয়ের ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন।