স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর থেকে সুমন মিয়া (২৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে পুলিশের কথিত সোর্স এবং ওই গ্রামের বাসিন্দা আলী হোসেনের পুত্র। গত ৫ অক্টোবর গভীররাতে সদর থানার এসআই মাহমুদুল হাসান, অভিজিৎ ভৌমিক, শুভ দাসসহ একদল পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিলের সময় সুমনের ঘর থেকে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মাহমুদুল হক বাদি হয়ে মাদক আইনে মামলা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।