চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক মসজিদের ইমাম সাহেবের ৩টি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে রানীগাও ইউনিয়নের গাজিগঞ্জ গ্রামে। এলাকাবাসীরা জানান, গাজিগঞ্জ বাজার মসজিদের ইমাম মাওলানা সুকুর আলীর গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা তার ৩ টি গরু চুরি করে নিয়ে যায়। ইমাম সাহেবের এ তিনটি গরুই ছিলো একমাত্র সম্পদ। ভোরে মসজিদে যাবার সময় তিনি গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পান। এগিয়ে গিয়ে দেখেন গরুগুলি ঘরে নেই। এ সময় তিনি শোর চিৎকার শুরু করলে আশ পাশের মানুষ জড়ো হয়ে চুরি যাওয়া গরু খোঁজতে থাকেন। একটি সুত্র জানান, গাজিগঞ্জ, রানীগাও এবং চাটপাড়া গ্রামে গরু চোরের একটি শক্ত গ্যাং রয়েছে। এরা প্রতি রাতেই নানান ধরনের অপরাধ ঘটায়।