স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগে দ্রুতগামী মোটর সাইকেলের চাপায় জাহানারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত মোতাব্বির মিয়ার স্ত্রী। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাড়ির পাশে তিনি সড়ক পারাপারের সময় আজমিরীগঞ্জগামী একটি মোটর সাইকেল তাকে চাপা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে।