চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় টমটমে থাকা স্কুল ছাত্রী সুমাইয়া আক্তারসহ ২ জন আহত হয়েছে। সে একডালা গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ও রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনির ছাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিরাশী ইউনিয়নের খোয়াই স্টেডিয়ামের সামনে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, ওই দিন সুমাইয়া আক্তার স্কুল শেষে টমটমে বাড়ি ফিরছিল। রাজার বাজারের অদুরে খোয়াই স্টেডিয়ামের কাছে টমটমের পৌঁছলে পিছন থেকে বালু বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। টমটমে থাকা যাত্রীসহ সড়কের পাশে পরে যায়। এ সময় সুমাইয়া আক্তার (১৬) গুরুতর আহত হয় এবং পা ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা আহতের উদ্ধার করে চুনারুঘাট হাসাপতালে ভর্তি করেন। পরে স্থানীয়রা ট্রাক্টর আটক করে রাখে।