আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার থানার সামনে ট্রাক চাপায় সৌদি আরব প্রবাসী শামীম মিয়া নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সে উপজেলার ফুলবাড়িয়া গ্রামের হাজ্বী ছগির মিয়ার ছেলে। গতকাল বুধবার দুপুর ১২টার হবিগঞ্জ টু লাখাই সড়কের থানার পাশে দুর্ঘটনাটি ঘটে। লাখাই থানার ওসি তদন্ত মহিউদ্দিন সুমন জানান, বুধবার দুপুর ১২টায় স্থানীয় বুল্লাবাজার থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন শামীম মিয়া। একই দিক থেকে আসা একটি ট্রাক থাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। ঘাতক ট্রাককে আটকে করা হয়েছে।