মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে চাঞ্চল্যকর শাহাব উদ্দিন হত্যাকান্ডের ঘটনায় আনোয়ার হোসেনকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে বানিয়াচং থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন নিহত শাহাবউদ্দিন এর স্ত্রী অজুফা বেগম। মামলায় আনোয়ার হোসেন ছাড়াও আরো দুইজনকে আসামী করা হয়েছে। অন্য আসামীরা হল আনোয়ার হোসেন এর পিতা হারুন মিয়া এবং হারুন মিয়ার স্ত্রী নিপা বেগম। উল্লেখ্য, গত সোমবার ৪ অক্টোবর তুচ্ছ ঘটনার জেরে খুন হন প্রবাসী শাহাবউদ্দিন। সূত্রে জানা যায়, মৃত ইরফান উল্লাহর পুত্র হারুন মিয়া ও শাহাবুদ্দিন এর মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে ২ পরিবারের তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে হারুন এর ছেলে আনোয়ার হোসেন (১৮) অতর্কিতভাবে চাচা শাহাবুদ্দিনকে ফিকল দিয়ে আঘাত করে। গুরুতর আহতবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে নিয়ে যায় এসময় তার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী সূত্রে জানা যায় সাহাব উদ্দিন ৩ বছর প্রবাসে ছিলেন। বৃদ্ধ মা, স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করতেন তিনি। এদিকে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত শাহাবউদ্দিন এর স্ত্রী অজুফা বেগম। পাশাপাশি সন্তানদের ভবিষ্যত নিয়েও শঙ্কায় রয়েছেন তিনি। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে আলাপকালে তিনি জানান, দ্রুত আসামী গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আশা রাখি দ্রুত সময়ের মধ্যেই আসামীকে গ্রেফতার করতে পারব।